মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩
প্রথম পাতা » জেলার খবর | বোরহানউদ্দিন | শিরোনাম | সর্বশেষ » বোরহানউদ্দিনে কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির পরিচিতি সভা ও ইফতার।। লালমোহন বিডিনিউজ
বোরহানউদ্দিনে কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির পরিচিতি সভা ও ইফতার।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ : ভোলার বোরহানউদ্দিনে উপজেলা কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির পরিচিতি সভা,ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার স্থানীয় একটি চাইনিজ রেস্তোরায় বোরহানউদ্দিন উপজেলা কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির সভাপতি মো. আজমের সভাপতিত্বে ওই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তৃতা করেন, বোরহানউদ্দিন পৌরসভার মেয়র মো. রফিকুল ইসলাম। আরও বক্তৃতা করেন পৌর কাউন্সিলর মো. সেলিম রেজা, মো. কামাল হোসেন, মো. সালাউদ্দিন পঞ্চায়েত,জোহেব হাসান ,সমিতির সাধারণ সম্পাদক আকবর হোসেন মানিক প্রমুখ।
ইফতার ও দোয়া মাহফিলে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয় । মোনাজাত পরিচালনা করেন, বোরহানউদ্দিন পৌর শহর মসজিদের ইমাম মাও. মো. মিজানুর রহমান।