বুধবার, ২২ ফেব্রুয়ারী ২০২৩
প্রথম পাতা » জেলার খবর | তজুমদ্দিন | বরিশাল | বিভাগের খবর | শিরোনাম | সর্বশেষ » তজুমদ্দিনে মিনি শিশু পার্ক উদ্বোধন করলেন এমপি শাওনে
তজুমদ্দিনে মিনি শিশু পার্ক উদ্বোধন করলেন এমপি শাওনে
তজুমদ্দিন ভোলা প্রতিনিধি : ভোলার তজুমদ্দিনের শিশুদের চিত্তবিনোদনের জন্য উপজেলা প্রশাসন ও নিজস্ব সহায়তায় নবনির্মিত মিনি শিশু পার্কের উদ্বোধন করেছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন।
বুধবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে ৯ লক্ষ টাকা ব্যয়ে স্থাপিত দৃষ্টিনন্দন এ পার্কের উদ্বোধন করেন তিনি। পার্কটিতে শিশুদের খেলাধুলা ও মানসিক বিকাশের জন্য দোলনা, রাইডসহ বাঘ, হরিণ, হাতি, ঘোড়া, ডাইনোসর, পেঙ্গুইন, ডলপিনসহ নানা প্রজাতির প্রাণীর প্রতিমূর্তি রয়েছে। বুধবার এমপি শাওনের উদ্বোধনের মধ্য দিয়ে পার্কটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়।
এসময় উপজেলা শিশু পার্কের দোলনা ও রাইডে চরতে পেরে উচ্ছ্বসিত হয়ে পরে আগত শিশুরা। এদিকে শিশুদের জন্য পার্ক নির্মাণ করায় এমপি শাওনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন অভিভাবক ও সচেতন মহল।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি নুরুন্নবী চৌধুরী শাওন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিশুদের ভালোবাসতেন। তাঁর সূযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও কোমলমতি শিশুদের শিক্ষার পাশাপাশি মানসিক বিকাশে নানা উদ্যোগ গ্রহণ করেছেন। তারই ধারাবাহিকতায় তজুমদ্দিনের কোমলমতি শিশুদের জন্য পার্ক স্থাপন করা হয়েছে। এতে করে চিত্তবিনোদন পাবে এ অঞ্চলের শিশুরা।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মরিয়ম বেগম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দারসহ আরও অনেকে।