বুধবার, ২২ ফেব্রুয়ারী ২০২৩
প্রথম পাতা » শিরোনাম | সর্বশেষ » লালমোহনে আইডিয়াল একাডেমীর আগুনে পোড়া শিক্ষার্থী ঢাকা বার্ন ইউনিটে।। লালমোহন বিডিনিউজ
লালমোহনে আইডিয়াল একাডেমীর আগুনে পোড়া শিক্ষার্থী ঢাকা বার্ন ইউনিটে।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ : ভোলার লালমোহনের ডাওরী বাজার সংলগ্ন আইডিয়াল একাডেমী তে সাহারা ফাতেমা নামক (৮) বছরের এক শিক্ষার্থীকে আগুন দেয়ার অভিযোগ উঠেছে আইডিয়াল একাডেমীর শিক্ষক দম্পতি সিরাজ ও তার স্ত্রী আসমা আক্তার লিপির বিরুদ্ধে।
গত ১৪/০২/২৩ইং মঙ্গলবার দুপুরে উপজেলার আইডিয়াল একাডেমিতে এ ঘটনা ঘটে। আগুনে দগ্ধ শিক্ষার্থীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
অভিযুক্ত শিক্ষক সিরাজুল ইসলাম নাজিরপুর সিনিয়র ফাযিল মাদ্রাসার ইংরেজি শিক্ষক। প্রায় সময় মাদ্রাসায় ক্লাস না করে তিনি তার ব্যক্তিগত একাডেমিতে সময় দেয় বলে স্থানীয়রা জানান। তার স্ত্রী আসমা আক্তার লিপি লেজ ছকিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা তিনি ও তার ক্লাস ফাকি দিয়ে একাডেমিতে সময় দেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান, এই সিরাজুল ইসলাম বরাবরই অনেক বেপরোয়া গত কয়েক বছর আগে ফয়সাল নামে এক শিশু তার ব্যাক্তিগত অটোর নিচে চাপা পড়ে মারা গিয়েছেন পরে তিনি বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য চার লাখ টাকা দিয়ে মীমাংসা করেন।
শিক্ষার্থীর বাবা জসিম বলেন, আমার মেয়ে সাহারা ফাতেমা আইডিয়াল একাডেমী তৃতীয় শ্রেণীর ছাত্রী। ঘটনার দিন স্কুলে সিরাজ হুজুর ও তার স্ত্রী আসমা আক্তার লিপি প্রতিষ্ঠানের পলিথিন ও বিভিন্ন কাগজে আগুন ধরায়। আগুন ধরিয়ে তারা সেই জায়গা থেকে সরে যায় বাচ্চারা আগুন দেখে সেখানে দৌড়ে যায়, তবে আমার মনে হচ্ছে সাহারার গায়ে উদ্দেশ্য মূলক ভাবে আগুন দেওয়া হয়েছে।
সুমাইয়া ও রুমা দুই সহপাঠী অভিযোগ করে বলে, বিভিন্ন সময় নানা অজুহাতে শিক্ষক সিরাজ শিক্ষার্থীদের মারধর করেন। কিন্তু ভয়ে কেউ মুখ খুলতে চায় না।
এ ব্যাপারে অভিযুক্ত প্রধান শিক্ষক সিরাজুল ইসলামের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও কোনো সাড়া মেলেনি। আসমা আক্তার লিপির মুঠোফোন নম্বরের মাধ্যমে সিরাজুলের সঙ্গে কথা বলতে চাইলে তিনি অপারগতা প্রকাশ করেন।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: আখতারুজ্জামান মিলন বলেন,এসমস্ত একাডেমির কোন অনুমতি নেই, শিক্ষিকা আসমা আক্তার লিপির বিরুদ্ধে ক্লাস না করার অনেক অভিযোগ এসেছে। বিষয়টি নিয়ে আমি সরোজমিনে অডিট করছি।
তবে একাডেমির বিচ্ছিন্ন ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অভিযোগের বিষয়ে প্রাথমিকভাবে সত্যতা পাওয়া গেলে আমরা কর্তৃপক্ষকে জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিব।
লালমোহনের ইউএনও অনামিকা নজরুল বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। ঘটনাটি পর্যবেক্ষণ করা হচ্ছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে উপজেলা শিক্ষা কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া হবে।