বুধবার, ২২ ফেব্রুয়ারী ২০২৩
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অর্জনে শেখ হাসিনার অবদান অবিস্মরণীয় : এমপি শাওন
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অর্জনে শেখ হাসিনার অবদান অবিস্মরণীয় : এমপি শাওন
লালমোহন ভোলা প্রতিনিধি : ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, ২১ ফেব্রুয়ারী কে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অর্জনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান অবিস্মরণীয়, তাঁর অবদান কখনও ভোলার নয়। সকলকে সে ইতিহাস জানতে হবে এবং নতুন প্রজন্মের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে হবে।
২১ ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় লালমোহন উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
এমপি শাওন আরও বলেন, পাকিস্তানি প্রেতাত্মারা দেশের স্বাধীনতার ইতিহাস বিকৃত করতে চেয়েছিলো। আর কেউ যাতে ইতিহাস বিকৃতির সুযোগ না পায়, তাই নতুন প্রজন্মের কাছে দেশের স্বাধীনতা, আন্তর্জাতিক মাতৃভাষাসহ সকল ইতিহাস তুলে ধরতে শিক্ষকদের প্রতি আহবান জানান এমপি নুরুন্নবী চৌধুরী শাওন।
পরে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন তিনি।
উপজেলা নির্বাহী অফিসার অনামিকা নজরুলের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) ইমরান মাহমুদ ডালিম, মাধ্যমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলামসহ আর অনেকে।