বুধবার, ২২ ফেব্রুয়ারী ২০২৩
প্রথম পাতা » জেলার খবর | তজুমদ্দিন | বরিশাল | বিভাগের খবর | শিরোনাম | সর্বশেষ » জমিতে নেমে বোরো ধান রোপণ করলেন এমপি শাওন || লালমোহন বিডিনিউজ
জমিতে নেমে বোরো ধান রোপণ করলেন এমপি শাওন || লালমোহন বিডিনিউজ
মঙ্গলবার দুপুরে তজুমদ্দিন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে চাঁদপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডে কৃষক সমাবেশ শেষে কৃষকদের সাথে বোরো ধান রোপণ করেন তিনি। এসময় সংসদ সদস্য কে সাথে নিয়ে ধান রোপণ করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন কৃষকরা।
কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এমপি শাওন বলেন, এক ইঞ্চি জমিও অনাবাদি রাখা যাবেনা” প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ নির্দেশনা বাস্তবায়নে ও কৃষকদের উদ্বুদ্ধ করণে এ প্রয়াস। বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে অবদান রাখছেন কৃষকরা। কৃষিতে আগ্রহ বাড়াতে কৃষকদের মাঝে বিনামূল্যে সার, বীজ ও কৃষি যন্ত্রাংশ দিয়ে সহোযোগিতা করে যাচ্ছে জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তজুমদ্দিন উপজেলা কৃষক লীগ সভাপতি মিরাজ উদ্দিন সিরাজের সভাপতিত্বে সমাবেশে ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারেফ হোসেন দুলাল, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, ভোলা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক হাসান ওয়ারিসুল কবির, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাকসুদুর রহমান মুরাদ, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যক্ষ হেলাল উদ্দিন সুমন, ইউপি চেয়ারম্যান একেএম শহিদুল্যাহ কিরন, রাসেল মিয়া, জেলা পরিষদ সদস্য ইশতিয়াক হাসান, উপজেলা কৃষক লীগ সাধারণ সম্পাদক মিরাজ উদ্দিন পারভেজসহ আরও অনেকে।