শনিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৩
প্রথম পাতা » জেলার খবর | ঢাকা | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » ঢাকায় তৃতীয় লিঙ্গের মানুষের ৯০ শতাংশই নকল।। লালমোহন বিডিনিউজ
ঢাকায় তৃতীয় লিঙ্গের মানুষের ৯০ শতাংশই নকল।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ : সোহাগ মিয়া ওরফে স্বজন ওরফে কাজল ওরফে হিজড়া সজনি (৩২)। তিনি দুই সন্তানের জনক। আপাদমস্তক সুস্থ। অথচ বেশ ধারণ করেন তৃতীয় লিঙ্গের। শুধু চাঁদাবাজি নয়, অপহরণ করে আপত্তিকর ভিডিও ধারণ করে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে কাজল ওরফে সজনি চক্রের বিরুদ্ধে।
পুলিশ বলছে— রাজধানীতে তৃতীয় লিঙ্গের মানুষের ৯০ শতাংশই নকল। শুধু রাস্তায় বা বাসায় চাঁদাবাজি নয়, অপহরণের মাধ্যমেও চক্রটি হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। এমনই এক চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের ওয়ারী বিভাগ।
তারা হলেন- সোহাগ মিয়া ওরফে স্বজন ওরফে কাজল ওরফে হিজড়া সজনি (৩২), নাছির (৪২), আমানুর মন্ডল (৪২), রাজু (২৬), আব্দুর রহমান (৩৬) ও হৃদয় মিয়া (২২)।
শনিবার (১৮ ফেব্রুয়ারি) সাংবাদিকদের এ তথ্য জানান ডিএমপির ডিবি ওয়ারী বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ আশরাফ হোসেন।