সোমবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৩
প্রথম পাতা » জেলার খবর | বোরহানউদ্দিন | ভোলা | শিরোনাম | সর্বশেষ » স্মার্ট বাংলাদেশের লক্ষ্যে প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন- এমপি মুকুল।।লালমোহন বিডিনিউজ
স্মার্ট বাংলাদেশের লক্ষ্যে প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন- এমপি মুকুল।।লালমোহন বিডিনিউজ
বোরহানউদ্দিন প্রতিনিধি,লালমোহন বিডিনিউজ : প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সমদ্য আলী আজম মুকুল বলেছেন,স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস কাজ করে যাচ্ছেন। দেশের অনগ্রসর জনগোষ্ঠী জেলে সম্প্রদায়ের জীবনমান উন্নয়ন ও ইলিশ ধরার নিষেধাজ্ঞার সময় যাতে বিকল্প কর্মসংস্থান গরু পালনের মাধ্যমে জেলেরা আয় করে সংসার চালাতে পারে প্রধানমন্ত্রী সে ব্যবস্থা করেছেন।
রোববার সকাল ১১ টায় বোরহানউদ্দিন উপজেলা পরিষদ চত্বরে উপজেলা মৎস্য বিভাগের আয়োজনে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় সুবিধাভোগী জেলেদের বিকল্প কর্মসংস্থানের অনুসঙ্গ বকনা বাছুর বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
এমপি মুকুল আরো বলেন, জেলেদের সুরক্ষিত রাখতে প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন। তিনি চাল থেকে শুরু করে নগদ অর্থসহ বিকল্প কর্মসংস্থান সৃষ্টি করেছেন যা নজিরবিহীণ। জেলেদের জন্য যা কোন সরকার করেননি তা তিনি করে দেখিয়েছেন। যতদিন তিনি ক্ষমতায় আছেন, ততদিন বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে গতিশীল ভূমিকায় থাকবে। অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন,বোরহানউদ্দিন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ,পৌরসভার মেয়র মো. রফিকুল ইসলাম, সহকারি কমিশনার (ভূমি) মুন্নী ইসলাম,উপজেলা সিনিয়র মৎস্য কর্মকতা আলী আহমেদ আখন্দ প্রমুখ।