সোমবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৩
প্রথম পাতা » আন্তর্জাতিক | জাতীয় | বিভাগের খবর | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন সাহাবুদ্দিন চুপ্পু।।লালমোহন বিডিনিউজ
নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন সাহাবুদ্দিন চুপ্পু।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ : দুর্নীতি দমন কমিশনের সাবেক কমিশনার মো. সাহাবুদ্দিন চুপ্পুকে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সোমবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল এই তথ্য জানান।
মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সিইসি বলেন, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের তারিখ (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সময়ের মধ্যে দাখিলকৃত মনোনয়নপত্র পরীক্ষার পর মাত্র একজনের মনোনয়ন বৈধ থাকায় রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১ (১৯৯১ সনের ২৭নং আইন) এর ধারা ৭ অনুসারে মো. সাহাবুদ্দিন, পিতা- প্রয়াত শরফুদ্দিন আনছারী, বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।’
হাবিবুল আউয়াল বলেন, আজ মনোনয়নপত্র বাছাইয়ের দিন ছিল। সেখানে সংসদের প্রতিনিধিরা ছিলেন। সেখানে একটি মনোনয়নপত্র সম্পূর্ণভাবে বৈধ পাওয়া গেছে। সেজন্য একটি মনোনয়নপত্র আমি গ্রহণ করেছি। সেই কারণে আরেকটি মনোনয়নপত্রের আবশ্যকতা ছিল না। আজকেই রাষ্ট্রপতি পদে প্রজ্ঞাপন পাঠানো হবে বলে জানান তিনি।