সোমবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৩
প্রথম পাতা » জেলার খবর | ভোলা | লালমোহন | শিক্ষা | শিরোনাম | সর্বশেষ » শেখ হাসিনার নের্তৃত্বেই হবে স্মার্ট বাংলাদেশ : এমপি শাওন।।লালমোহন বিডিনিউজ
শেখ হাসিনার নের্তৃত্বেই হবে স্মার্ট বাংলাদেশ : এমপি শাওন।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ: ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, স্মার্ট সিটিজেন, স্মার্ট সোসাইটি ও স্মার্ট গভর্নমেন্টের মধ্য দিয়েই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নের্তৃত্বে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ হবে। স্মার্ট বাংলাদেশের লক্ষ্য বাস্তবায়নে কাজ করছে সরকার।
সোমবার সকালে লালমোহন আবদুল ওহাব মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
এমপি শাওন আরও বলেন, স্মার্ট বাংলাদেশের বড় শক্তি হবে আগামী প্রজন্ম। এ প্রজন্ম কে সুশিক্ষিত করে মানবসম্পদে তৈরি করতে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই স্মার্ট বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে শেখ হাসিনা কে আবারও রাষ্ট্র ক্ষমতায় রাখতে হবে।
আবদুল ওহাব মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ইমাম হোসেন হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ মোঃ রুহুল আমিনসহ আরও অনেকে।