রবিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৩
প্রথম পাতা » জেলার খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন।।লালমোহন বিডিনিউজ
লালমোহনে শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন।।লালমোহন বিডিনিউজ
লালমোহন (ভোলা) প্রতিনিধি : ভোলার লালমোহনে শিক্ষকের ওপর হামলার প্রতিবাদ, হামলাকারীদের কে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীরা ও এলাকাবাসী।
রবিবার সকালে লালমোহন ইউনিয়নের দক্ষিণ লালমোহন মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের সামনে মানববন্ধন করেন তারা।
মানববন্ধনে বক্তারা বলেন, গত ৯ ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) সকালে চরভূতা ইউনিয়নের ৯নং ওয়ার্ডস্থ নুরে আলমের দোকানের সামনে দক্ষিণ লালমোহন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ রুহুল আমিনের ওপর অতর্কিত হামলা চালায় তারই প্রতিবেশী মোঃ আনোয়ার হোসেন ও তার লোকজন। হামলায় রুহুল আমিনের পায়ের হাড় ভেঙে যায়। বর্তমানে তিনি ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।
বক্তারা আরও বলেন, হামলার ঘটনায় ওইদিনই লালমোহন থানায় মামলা দায়ের করা হয়। তবে এখনও কোনও আসামি গ্রেফতার না হওয়ায় বীরদর্পে ঘুরে বেড়াচ্ছে হামলাকারীরা।
তাই শিক্ষকের ওপর হামলাকারীদের কে দ্রুত গ্রেফতারের দাবি জানান মানববন্ধনে উপস্থিত শিক্ষক-শিক্ষার্থীরা।
মানববন্ধনে দক্ষিণ লালমোহন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোশাররফ হোসেন, সহকারী শিক্ষক আবি আবদুল্লাহ, নরেন তালুকদার ও হুমায়ুন কবিরসহ বিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকাবাসী।