বুধবার, ৮ ফেব্রুয়ারী ২০২৩
প্রথম পাতা » আন্তর্জাতিক | জাতীয় | জেলার খবর | তথ্যপ্রযুক্তি | শিরোনাম | সর্বশেষ » কাল রাষ্ট্রীয় শোক,শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।।লালমোহন বিডিনিউজ
কাল রাষ্ট্রীয় শোক,শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ : তুরস্ক-সিরিয়ার সীমান্ত অঞ্চলে এমন ভয়াবহ ভূমিকম্পে কয়েকহাজার প্রাণহানির ঘটনায় আগামীকাল বৃহস্পতিবার রাষ্ট্রীয় শোক পালন করবে বাংলাদেশ সরকার। এ জন্য আগামীকাল বৃহস্পতিবার সব সরকারি-বেসরকারি ভবন, বিদেশে বাংলাদেশের মিশন ও সব শিক্ষা প্রতিষ্ঠানে সব শিক্ষা প্রতিষ্ঠানের জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। আর দেশের সব ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।
বুধবার বিষয়টি জানিয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, সাম্প্রতিক ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ার নাগরিকদের মৃত্যুতে আগামী ৯ ফেব্রুয়ারি রাষ্ট্রীয়ভাবে একদিনের শোক পালন করা হবে। বৃহস্পতিবার সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশের বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে এবং নিহতদের আত্মার শান্তির জন্য দেশের সব ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।