বুধবার, ৮ ফেব্রুয়ারী ২০২৩
প্রথম পাতা » জেলার খবর | ভোলা | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » পৌর মেয়রের দুর্নীতি তদন্তে লালমোহনে দুদক’র অনুসন্ধানকারী কর্মকর্তা।।লালমোহন বিডিনিউজ
পৌর মেয়রের দুর্নীতি তদন্তে লালমোহনে দুদক’র অনুসন্ধানকারী কর্মকর্তা।।লালমোহন বিডিনিউজ
লালমোহন ভোলা প্রতিনিধি : ভোলার লালমোহন পৌরসভার মেয়র এমদাদুল ইসলাম তুহিনের বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগ তদন্তে করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার সকালে তদন্তের অংশ হিসেবে পৌরসভার ৬নং ওয়ার্ডস্থ পৌর কবরস্থান, পৌর শ্মশান ও পৌরসভার কমিউনিটি সেন্টার পরিদর্শন করেন
দুদক বরিশাল সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা রাজ কুমার সাহা।
অনুসন্ধানকালে এ কর্মকর্তার কাছে পৌর মেয়রের বিরুদ্ধে ঘরে নেমপ্লেট না বসিয়ে অর্থ হাতিয়ে নেয়াসহ আরও নানা অভিযোগ তুলে ধরেন স্থানীয় বাসিন্দারা।
এর আগে ২০২১ সালের ৪ জানুয়ারি ভোলার বিশেষ জজ আদালতে মেয়র তুহিনের বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার করে সরকারি অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগে মামলা করেন পৌরসভার বাসিন্দা শফিকুল ইসলাম বাদল। ওই দিন বরিশালে দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের উপ পরিচালককে অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছিলেন আদালত।
দুদক’র সহকারী পরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা রাজ কুমার সাহা বলেন, পৌরসভার মেয়র এমদাদুল ইসলাম তুহিনের বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগের প্রেক্ষিতে বিভিন্ন স্থান পরিদর্শন করা হচ্ছে।