মঙ্গলবার, ৩১ জানুয়ারী ২০২৩
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » প্রেমিকের ঘরের দুয়ারে প্রেমিকার অনশন || লালমোহন বিডিনিউজ
প্রেমিকের ঘরের দুয়ারে প্রেমিকার অনশন || লালমোহন বিডিনিউজ
লালমোহন ভোলা প্রতিনিধি : ভোলার লালমোহনে বিয়ের দাবিতে প্রেমিক শাকিলের ঘরের দুয়ারে অনশনে বসেছে ষোড়শী প্রেমিকা।
মঙ্গলবার দুপুরে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ৩ নাম্বার ওয়ার্ড করিমগঞ্জ গ্রামের ওজিউল্লাহ মাঝি বাড়িতে এ ঘটনা ঘটে।
ওই ষোড়শী তজুমদ্দিন উপজেলার দক্ষিণ খাসেরহাট গ্রামের মোঃ সেলিম ও জান্নাত দম্পত্তির মেয়ে এবং শাকিল ওজিউল্লাহ মাঝি বাড়ির আব্বাছের ছেলে।
ষোড়শী জানায়, কাজের তাগিদে পরিবারসহ ঢাকার কোনাবাড়ি থাকতো তার বাবা। প্রায় বছরখানেক আগে লালমোহনে নানা বাড়ি এসে ঢাকায় ফেরত যাওয়ার সময় লঞ্চে শাকিলের সাথে পরিচয় হয় এবং উভয়ের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। তারই সূত্র ধরে একাধিকবার বিভিন্ন স্থানে একাকিত্বে মিলিত হয়েছিল তারা। এরইমধ্যে ষোড়শীর বাড়ি থেকে বিয়ের জন্য চাপ দিলে গত ২৮ জানুয়ারি শাকিলের বাড়িতে ছুটে আসে সে। এসময় শাকিল বাড়িতে না থাকার সুযোগে ষোড়শীকে মারধর করে তাড়িয়ে দেয় তার বাবা-মা। তাই আজ আবারও সে শাকিলের বাড়িতে আসে এবং ঘর বন্ধ পেয়ে দুয়ারে অনশনে বসেছে।
ষোড়শীর মা জান্নাত বেগম বলেন, তার মোবাইল দিয়ে লুকিয়ে লুকিয়ে শাকিলের সাথে কথা বলতো মেয়ে। এনিয়ে রাগ করায় মেয়ে আত্মহত্যার হুমকি দেয়। তাই মেয়ের দিকে তাকিয়ে শাকিলের পরিবারকে ঘটনা জানালেও কোনও পাত্তা দিচ্ছে না তারা। এর আগে মেয়ে এই বাড়িতে আসলে খবর পেয়ে আমিও আসি। তখন শাকিলের বাবা-মা আমাদের কে মারধর করে বের করে দেয়।
মঙ্গলবার প্রেমিকা বাড়িতে আসার সংবাদে পালিয়ে গেছে শাকিল। অপরদিকে ঘর বন্ধ করে অন্যত্র সটকে পরেছে তারর বাবা-মা।
এদিকে প্রেমিক শাকিলের সাথে বিয়ে নাহলে অনির্দিষ্টকালের জন্য অনশন চালিয়ে যাবেন বলেও জানিয়েছে ওই ষোড়শী।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।