বুধবার, ১৮ জানুয়ারী ২০২৩
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে ইয়াবাসহ যুবক আটক || লালমোহন বিডিনিউজ
লালমোহনে ইয়াবাসহ যুবক আটক || লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ : ভোলার লালমোহনে ৫১ পিস ইয়াবাসহ তুহিন মিঝি (৩০) নামে এক যুবক কে আটক করেছে পুলিশ।
বুধবার বিকেল ৩টার দিকে লালমোহন পৌরসভার ৭ নাম্বার ওয়ার্ড থেকে তাকে আটক করা হয়। তুহিন পৌরসভা ৭ নাম্বার ওয়ার্ডের হাওলাদার বাড়ির আবুল কালাম মিঝির ছেলে।
থানা সূত্রে জানা যায়, বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে লালমোহন থানার এসআই রবিন্দ্র, শাহজালাল রাঢ়ী, এএসআই সরোয়ারসহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে পৌরসভা ৭ নাম্বার ওয়ার্ডের একটি পরিত্যক্ত ঘর থেকে তুহিনকে আটক করেন। এ সময় তার কাছ থেকে ৫১ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, এ ঘটনায় আটক তুহিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আগামীকাল তাকে কোর্টে প্রেরণ করা হবে।