শনিবার, ১৪ জানুয়ারী ২০২৩
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে কোম্পানির এসআরকে মারধর করে টাকা ছিনতাইয়ের অভিযোগ || লালমোহন বিডিনিউজ
লালমোহনে কোম্পানির এসআরকে মারধর করে টাকা ছিনতাইয়ের অভিযোগ || লালমোহন বিডিনিউজ
লালমোহন ভোলা প্রতিনিধি : ভোলার লালমোহনে পুষ্টি কোম্পানির এক এসআর কে চোখ বেধে, অটোরিকশায় তুলে মারধর করে টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে।
শুক্রবার (১৩ জানুয়ারি) রাতে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের গজারিয়া বাজারের দক্ষিণ পার্শ্বে এ ঘটনা ঘটে। ওই এসআর’র নাম আবু ইউসুফ (২৫)। সে পশ্চিম চরউমেদ ইউনিয়নের কচুয়াখালী গ্রামের দর্জি বাড়ির দেলোয়ার হোসেনের ছেলে।
লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ইউসুফ জানায়, শুক্রবার রাতে পার্শ্ববর্তী উপজেলা চরফ্যাশন গিয়ে কোম্পানি থেকে ১৪ হাজার টাকা বেতন তুলে আনি। পরে পশ্চিম চরউমেদ ইউনিয়নের পাঙাশিয়া বাজারে দুই দোকান থেকে কোম্পানির মালামালের ১৬ হাজার টাকা উত্তোলন করে গজারিয়া বাজার আসি।
এসময় প্রস্রাব করতে গজারিয়া মাধ্যমিক বিদ্যালয়ের কাছে গেলে অজ্ঞাত কয়েকজন হঠাৎই পেছন থেকে চোখ বেধে টেনেহিঁচড়ে অটোরিকশায় তোলে। পরে মারধর করে সাথে থাকা টাকাগুলো নিয়ে আমাকে ধাক্কা মেরে রাস্তার পাশে ফেলে যায়।
এদিকে সংবাদ পেয়ে আবু ইউসুফের খোঁজ নিতে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে বলে জানান, লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান।