বৃহস্পতিবার, ১২ জানুয়ারী ২০২৩
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | রাজনীতি | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহন পৌরসভা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক হলেন ইকবাল ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন পৌরসভা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক হলেন ইকবাল ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ ।। ভোলার লালমোহন পৌরসভা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক হলেন জসিম উদ্দিন ইকবাল। বৃহস্পতিবার লালমোহন পৌরসভা আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির এক জরুরী সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। লালমোহন পৌরসভা আওয়ামীলীগের আহবায়ক আলহাজ¦ শফিকুল ইসলাম বাদল ও যুগ্ম আহবায়ক মঞ্জু তালুকদার এবং আবদুল খালেক সওদাগর এর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
জসিম উদ্দিন ইকবাল লালমোহন পৌরসভার ৩নং ওয়ার্ডের বাসিন্ধা। এ ব্যাপারে তিনি বলেন আমি ১৯৯১ সাল থেকে আওয়ামীলীগের সক্রিয় রাজণীতি শুরু করি। ১৯৯৩ সালে লালমোহন শাহবাজপুর মহাবিদ্যালয়ের কলেজ ছাত্র সংসদ বাংলাদেশ ছাত্রলীগের প্যানেল থেকে টিটব—রিপন পরিষদের ক্রীড়া সম্পাদক ছিলাম। ১৯৯৬ সালে লালমোহন শেখ রাসেল সংসদ এর প্রতিষ্ঠাতা সভাপতি ছিলাম। ১৯৯৭—৯৮ সালে লালমোহন থানা ছাত্রলীগের সহ—সভাপতি এবং ১৯৯৯ সালে লালমোহন থানা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক ছিলাম। পারিবারিক ভাবে আমি ও আমার পরিবার আওয়ামী রাজণীতির সাথে জড়িত। ২০০১ সালে বিএনপি—জামায়াত জোট সরকারের আমলে বিভিন্ন অত্যাচার, জুলুম, হামলা, মামলা ও নির্যাতনের স্বীকার হয়ে এলাকা ছাড়তে বাধ্য হই । পরবর্তীতে আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসলে ২০১০ সালে জাতীয় সংসদ উপনির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এর হাত ধরে এলাকায় পূনরায় রাজনীতি শুরু করি দীর্ঘদিন যাবত ভোলা—৩ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন ভাই এর হাতকে শক্তিশালী করার জন্য পৌরসভার সর্বস্তরের মানুষের সাথে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছি।
জসিম উদ্দিন ইকবাল আরো বলেন, আমাকে লালমোহন পৗরসভা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক পদে নির্বাচিত করায় আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি ভোলা—৩ আসনের সংসদ সদস্য দ্বীপবন্ধু আলহাজ¦ নূরুন্নবী চৌধুরী শাওনের প্রতি। পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি লালমোহন পৌরসভা আওয়ামীলীগের আহবায়ক আলহাজ¦ শফিকুল ইসলাম বাদল ও যুগ্ম আহবায়ক মঞ্জু তালুকদার এবং আবদুল খালেক সওদাগরকে।