বুধবার, ১১ জানুয়ারী ২০২৩
প্রথম পাতা » জেলার খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » শীতার্তদের দ্বারেদ্বারে গিয়ে কম্বল দিলেন এমপি শাওন।। লালমোহন বিডিনিউজ
শীতার্তদের দ্বারেদ্বারে গিয়ে কম্বল দিলেন এমপি শাওন।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ : চলমান শৈত্যপ্রবাহের শীতকে উপেক্ষা করে প্রতিটি ঘরের দ্বারেদ্বারে গিয়ে শীতার্তদের হাতে কম্বল তুলে দিয়েছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন।
বুধবার ভোরে পৌরসভা ৬নং ওয়ার্ডের লালমোহন খালপাড়ের শতাধিক বাসিন্দার ঘরে গিয়ে ব্যক্তিগত অর্থায়নের এসব কম্বল তুলে দেন তিনি। কাকডাকা ভোরে ঘরের দুয়ারে এমপি শাওন কে দেখে ও তাঁর হাতে কম্বল পেয়ে খুশি খালপাড়ের বাসিন্দারা।
পরে লালমোহন উপজেলা প্রশাসনের আয়োজনে পৌরসভার পাঁচটি ওয়ার্ডের বিভিন্ন স্থানে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন এমপি নুরুন্নবী চৌধুরী শাওন। এদিন উপজেলা প্রশাসন ও এমপি শাওনের ব্যক্তিগত অর্থায়নে চার হাজার কম্বল বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার অনামিকা নজরুল’র সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন, পৌরসভা আওয়ামী লীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল, পৌরসভার কাউন্সিলর জাহিদুল ইসলাম নবীন, রায়হান মাসুমসহ আরও অনেকে।