বুধবার, ১১ জানুয়ারী ২০২৩
প্রথম পাতা » জেলার খবর | দক্ষিণ আইচা | শিরোনাম | সর্বশেষ » চরফ্যাশনে সড়ক দূর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু।।লালমোহন বিডিনিউজ
চরফ্যাশনে সড়ক দূর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু।।লালমোহন বিডিনিউজ
চরফ্যাশন প্রতিনিধি, লালমোহন বিডিনিউজ : ভোলার চরফ্যাশন উপজেলা দক্ষিণ আইচা থানাধীন নজরুল নগর ইউনিয়নে সড়ক দুর্ঘটনায় শিশু শিক্ষার্থী মো. নাঈম এর মৃত্যু হয়েছে।
বুধবার সকালে বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে ইউনিয়নের চর নলুয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থী চর নলুয়া কো-ইড বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেনীর ছাত্র ও শাহাবুদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে শিশু নাঈম বাড়ি থেকে স্কুলের উদ্দেশ্যে বের হন। স্কুল সংলগ্ন এলাকায় পৌঁছলে রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগতির ব্যাটারী চালিত রিক্সা শিশুটিকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে দক্ষিণ আইচা গনস্বাস্থ্য কেন্দ্রে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় নাঈমের মৃত্যুতে তার নিজ এলাকায় চলছে শোকের মাতম।
দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাখাওয়াত হোসেন বলেন, নিহত শিশুর পক্ষে কোনো অভিযোগ না থাকায় লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।