মঙ্গলবার, ১০ জানুয়ারী ২০২৩
প্রথম পাতা » জেলার খবর | ভোলা | শিরোনাম | সর্বশেষ » ভোলায় স্কুল ছাত্রীকে ধর্ষণের বিচার দাবিতে মানববন্ধন।। লালমোহন বিডিনিউজ
ভোলায় স্কুল ছাত্রীকে ধর্ষণের বিচার দাবিতে মানববন্ধন।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ : ভোলায় স্কুল ছাত্রীকে অচেতন করে দল বেধে ধর্ষণকারীদের দৃষ্টান্তমুলক শাস্তিসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ জানুয়ারী) বেলা ১১টার দিকে ভোলা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করে ভোলা যুব ডেভলপমেন্ট সোসাইটি (বিডিএস)। এর সাথে সাংবাদিক, শিক্ষক ও বিভিন্ন মানবাধিকার কর্মীরা অংশ নেন। তাদের অন্য দাবিগুলো হচ্ছে, মামলাটি আলোচিত মামলা হিসেবে গ্রহণ করে দ্রুতবিচার ট্রাইবুন্যালের মাধ্যমে বিচার করা, ধর্ষণকারীদের পক্ষে কোন আইনজীবী সহায়তা না করা, অভিযুক্তদের রাষ্ট্রীয় সুযোগ সুবিধা বাতিল করা।
উল্লেখ্য যে গত ২৫ ডিসেম্বর ওই স্কুল ছাত্রীর (১৭) বান্ধবী আজমিন আক্তারের মাধ্যমে ঘুরতে নেয়ার কথা বলে ভোলা সদর রোডের নবারুন সেন্টার থেকে গাড়িতে তুলেন নুর উদ্দিন সজিব ও তার বন্ধু মো. সোহেল। গাড়ির মধ্যে তাকে নেশাজাতীয় দ্রব্য
খাইয়ে অচেতন করে জেলা শহর থেকে প্রায় ১০০ কিলোমিটার দক্ষিণে চরফ্যাশন উপজেলার খামার বাড়ি রিসোর্টে নিয়ে যায়। রিসোর্টে রাতভর সংঘবদ্ধ ধর্ষষের শিকার হন ওই তরুনী। একই গাড়িতে করে পরদিন ২৬ ডিসেম্বর সকালে ধর্ষিতাকে ভোলা সদর রোডে নামিয়ে দিয়ে যায় অভিযুক্ত ৩ জন।
পরে ভুক্তভোগি বাদী হয়ে ২৮ ডিসেম্বর ভোলা সদর থানায় মামলা করার পর পরই পুলিশ অভিযুক্ত নুর উদ্দিন সজিব, তার বন্ধু মো. সোহেল ও সহযোগী আজমিন আক্তারকে গ্রেপ্তার করে জেলে পাঠায়। বর্তমানে তারা জেল হাজতে রয়েছে। পুলিশের
তত্বাবধায়নে ভিকটিমের মেডিকেল পরীক্ষা করা হয়।
ভিকটিমের বাবার অভিযোগ আসামীদের পক্ষে প্রভাবশালী একটি গ্রুপ বিষয়টি ভিন্নখাতে প্রবাহিত করার অপচেস্টা করছে।
ঘটনাটি যেনো ভিন্নখাতে প্রবাহিত করতে না পারে ও আসামীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে মঙ্গলবার সামাজিক সংগঠন বিডিএস মানবন্ধনের আয়োজন করে। ঘন্টাব্যাপী মানববন্ধনে শাস্তির দাবি জানিয়ে বক্তব্য রাখেন দৈনিক আজকের ভোলার সম্পাদক মুহাম্মদ শওকাত হোসেন, ভোলা কোর্টের এডিশনাল পিপি সোহেব হোসেন মামুন, জীবন পূরাণ আবৃত্তি একাডেমির সভাপতি মশিউর রহমান পিংকু, ফুটবল কোচ বেনু পাল, বিডিএস সভাপতি সোলায়মান মামুনসহ বিভিন্ন পেশাজীবি ও মানববাধিকার কর্মীরা।