রবিবার, ৮ জানুয়ারী ২০২৩
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনের সাত হাজার শীতার্ত পাবে কম্বলের উষ্ণতা || লালমোহন বিডিনিউজ
লালমোহনের সাত হাজার শীতার্ত পাবে কম্বলের উষ্ণতা || লালমোহন বিডিনিউজ
লালমোহন প্রতিনিধি : শৈত্যপ্রবাহের দুর্যোগ সময়ে কম্বলের উষ্ণতা পাচ্ছে ভোলার লালমোহন উপজেলার প্রায় সাত হাজার শীতার্ত পরিবার। আগামীকাল সকাল থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়নে শীতার্তদের মাঝে এসব কম্বল বিতরণ করবেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন।
শৈত্যপ্রবাহের সময়ে নির্বাচনী এলাকার দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে এমপি শাওনের নিজস্ব অর্থায়নে এসব কম্বল বিতরণ করা হবে। এ উপলক্ষে আজ (রবিবার) রাতে ঢাকা থেকে লঞ্চযোগে রওনা হয়েছেন এমপি নুরুন্নবী চৌধুরী শাওন। আগামীকাল সকালে উপজেলার বদরপুর ইউনিয়নের নাজিরপুর লঞ্চঘাটে নেমে ওই এলাকার শীতার্তদের হাতে কম্বল তুলে দেয়ার মাধ্যমে বিতরণ কার্যক্রম শুরু হবে।
জানা গেছে, তিনদিনের সংক্ষিপ্ত সফরে কম্বল বিতরণসহ লালমোহন তজুমদ্দিনের বিভিন্ন উন্নয়ন কার্যক্রমও পরিদর্শন করবেন এমপি নুরুন্নবী চৌধুরী শাওন।
উল্লেখ্য, বিভিন্ন দুর্যোগে নিজ নির্বাচনী এলাকার মানুষের পাশে থাকেন এমপি শাওন। এবারও অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয়ে সংক্ষিপ্ত সফর তাঁর।