মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০১৫
প্রথম পাতা » বিনোদন | শিরোনাম | সর্বশেষ » আগামী ২৭ নভেম্বর শুক্রবার বিটিভিতে প্রচারের জন্য নোয়াখালীতে ধারণ করা হলো ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি’
আগামী ২৭ নভেম্বর শুক্রবার বিটিভিতে প্রচারের জন্য নোয়াখালীতে ধারণ করা হলো ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি’
লালমোহন বিডিনিউজ ,বিশেষ প্রতিনিধি নুরে আলম :বৃহত্তর নোয়াখালীকে কেন্দ্র করে সর্বস্তরের প্রিয় মিডিয়া ব্যাক্তিত্ব হানিফ সংকেতের পরিচালনা ও উপস্থাপনায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ধারণ করা হলো দেশের সবচেয়ে জনপ্রিয় ও দর্শক নন্দিত ম্যাগাজিন অনুষ্ঠান “ইত্যাদি’র” আগামী পর্ব। এরমধ্যে দর্শকপর্বে সংবাদকর্মী সোহেলের সরব অংশগ্রহণ সবার মাঝে ব্যাপক আলোচিত হয়। ১৬ নভেম্বর, সোমবার সন্ধ্যায় জেলা শহর মাইজদীর নোয়াখালী পুলিশ ট্রেনিং সেন্টারে এ স্টেজ প্রোগ্রাম ধারণ করা হয়। সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত প্রায় ১০ সহ¯্রাধিক দর্শকের উপস্থিতিতে বিভিন্ন পর্বের শুটিং ধারণ করা হয়েছে। ইত্যাদি’র প্রোগ্রাম সমন্বকারী মোহাম্মদ মামুন ও রানা’র সহ-সঞ্চালনায় নাচ, গান, কৌতুক, দর্শক পর্ব সহ হানিফ সংকেতের নানা ঢংয়ের কথামালা দিয়ে পুরো ধারণ অনুষ্ঠানটি ছিল জমজমাট। পুরো ধারণ পর্বের মধ্য সবচেয়ে কাংখিত পর্ব ছিলো দর্শক পর্ব। এ পর্বে বাংলাদেশের জনপ্রিয় টিভি অভিনেতা মাহফুজ আহমেদ ও অভিনেত্রী তারিন সহ নোয়াখালীর ৬ জন (৩ জন পুরুষ ও ৩ জন নারী) দর্শক অংশ নেয়। ৬ জন প্রশ্ন-উত্তর বিজয়ী দর্শকের মধ্যে উল্লেখযোগ্য জেলার সংবাদ মাধ্যমের পরিচিত প্রিয় মুখ সংবাদকর্মী মো. সোহেল। এখানে ৬ জন দর্শককে ৩টি জুটিতে ভাগ করে মাহফুজ-তারিন অভিনীত নোয়াখালীর আঞ্চলিক ভাষার সংলাপে একটি নাট্যাংশের অনুকরণে অভিনয় করতে বলা হয়। এতে তৃতীয় জুটির পুরুষ প্রতিযোগী সংবাদকর্মী মো. সোহেল দূর্দান্ত অভিনয় করে উপস্থিত দর্শকদের ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন। তার এই অনন্য অসাধারণ অভিনয় প্রতিভায় নোয়াখালীর মিডিয়া মহলের সবাই তাকে গর্বের সাথে অভিনন্দন জানিয়েছে। এছাড়াও সংবাদকর্মী মো. সোহেলকে জেলার সরকারী-বেসরকারী সংস্থার লোকজনও মুঠোফোন, ফেসবুকের মাধ্যমে অভিনন্দন জানায়। এরআগে, অনুষ্ঠানের শুরুতেই দর্শকদের অংশগ্রহনে কয়েকটি ধাপে হাততালি পর্ব ধারণ করা হয়। নোয়াখালীর আঞ্চলিক গানের সাথে স্থানীয় নৃত্য শিল্পীদের অংশগ্রহনে দলীয় নৃত্য, উপকূলীয় অঞ্চলের মানুষের সাহসী ভূমিকার প্রশংসা করে জনপ্রিয় কন্ঠশিল্পী রবি চৌধুরীর কন্ঠে গান, ইত্যাদির অন্যতম কৌতুক পর্ব নানী-নাতি’র হাস্য রসাত্বক তর্ক-বিতর্কের কথামালার মধ্য দিয়ে আরো অনেক কিছু ধারণ করা হয়। শেষে অনষ্ঠানের উপস্থাপক হানিফ সংকেত ইত্যাদির আগামী পর্বের জন্য অসাধারণ একটি ধারণ অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করতে পেরে উপস্থিত দর্শক ও প্রশাসনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। নোয়াখালী থেকে ধারণকৃত ইত্যাদি’র এ পর্বটি আগামী ২৭ নভেম্বর, শুক্রবার রাত ৮টার বাংলা সংবাদের পর বিটিভিতে প্রচারিত হবে।