রবিবার, ১ জানুয়ারী ২০২৩
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | লালমোহন | শিক্ষা | শিরোনাম | সর্বশেষ » বাংলা বাজার মাহমুদিয়া দাখিল মাদ্রাসায় বই বিতরণ উৎসব পালিত ।। লালমোহন বিডিনিউজ
বাংলা বাজার মাহমুদিয়া দাখিল মাদ্রাসায় বই বিতরণ উৎসব পালিত ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ।। ভোলার লালমোহনের ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ বাংলা বাজার মাহমুদিয়া দাখিল মাদ্রাসায় বই বিতরণ উৎসব পালিত হয়েছে। রোববার সকালে মাদ্রাসার হলরুমে ১লা জানুয়ারি বই বিতরণ উৎসব ও ‘পাঠ্যপুস্তক দিবস ২০২৩’ উপযাপন উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মাদ্রাসার সুপার মো. মতিউল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ¦ আব্দুল গনি মাস্টার, সহ-সুপার মওলানা মো. সালেহ উদ্দিন, শিক্ষক মাওলানা আসাদ উল্যাহ, মাহাবুবুর রহমান, আব্দুল মান্নান, হেলাল উদ্দিন, আল এমরান, মো. সোহাগ. জাহিদুল ইসলাম, আবুতাহের, শিমু, হাসান শাহাজাদা, রিয়াদ উদ্দিন প্রমূখ। আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মধ্যে নতুন বছরের বই বিতরণ করা হয়। এসময় মাদ্রাসার সকল শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
মাদ্রাসার শিক্ষার্থী ফারজানা, মিশু, সালেহা, আয়েশা,আল-আমিনসহ অন্যরা বলেন, নতুন বছরের প্রথম দিন নতুন বই পেয়ে খুবই ভালো লাগছে।