বুধবার, ২১ ডিসেম্বর ২০২২
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে সাবেক আ.লীগ সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মোনাজাত ।। লালমোহন বিডিনিউজ
লালমোহনে সাবেক আ.লীগ সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মোনাজাত ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ ।। ভোলার লালমোহনে বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক উপজেলার সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান, এবং সরকারি শাহবাজপুর কলেজের সাবেক অধ্যক্ষ একেএম নজরুল ইসলামের ১ম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন এর আয়োজনে বুধবার আসরবাদ হাজী নূরুল ইসলাম চৌধুরী মারকাজুল ক্বওমী মাদ্রাসা কমপ্লেক্সে মিলাদ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
মিলাদ ও দোয়া মোনাজাতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি দিদারুল ইসলাম অরুণ, সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, যুগ্ম-সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আনোয়ারুল ইসলাম রিপন, কোষাধ্যক্ষ মোঃ জুলফিকার মিয়া, উপজেলা কৃষকলীগের সভাপতি মোখলেছুর রহমান বকসী, পৌরসভা আওয়ামীলীগের যুগ্ম-আহ্বায়ক মঞ্জু তালুকদার, আব্দুল খালেক সওদাগর, আ.ন.ম শাহ জামাল দুলাল, পৌরসভা যুব লীগের সভাপতি ফরহাদ হোসেন মেহের, পৌরসভা ছাত্র লীগের আহ্ববায়ক ভিপি রাসেলসহ আরো অনেকে। দোয়া মোনাজাত পরিচালনা করেন উপজেলা ওলামালীগের সভাপতি শাহে আলম।