শুক্রবার, ১৬ ডিসেম্বর ২০২২
প্রথম পাতা » জেলার খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে বিজয় দিবস উপলক্ষে আওয়ামীলীগের পক্ষ থেকে আলোচনা সভা ও দোয়া মোনাজাত ।। লালমোহন বিডিনিউজ
লালমোহনে বিজয় দিবস উপলক্ষে আওয়ামীলীগের পক্ষ থেকে আলোচনা সভা ও দোয়া মোনাজাত ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ ।। ভোলার লালমোহনে বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামীলীগ লালমোহন উপজেলা, পৌরসভা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের পক্ষ থেকে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যার পর থানার মোড়ে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে আলোচনা সভায় ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ¦ নূরুন্নবী চৌধুরী শাওন।
এ সময় তিনি বলেন, ১৯৭১ সালের ৭ই মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক ভাষণে বলেছেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, ঘোষণা দেওয়া ও পাকিস্তানি শাসকগোষ্ঠীর বিরুদ্ধে বঙ্গবন্ধুর নেতৃত্বে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের মধ্য দিয়ে স্বাধীনতা অর্জনের চূড়ান্ত লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে ওঠে বাঙালি জাতি। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী সশস্ত্র সংগ্রাম শেষে ১৬ ডিসেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে (তৎকালীন রেসকোর্স ময়দান) হানাদার পাকিস্তানি বাহিনী যৌথ বাহিনীর কাছে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে। পৃথিবীর বুকে বাংলাদেশ নামে নতুন রাষ্ট্রের অভ্যুদয় ঘটে। সেই থেকে ১৬ই ডিসেম্বর বিজয় দিবস পালিত হয়ে আসছে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি দিদারুল ইসলাম অরুন, এডভোকেট তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক ফকরুল আলম হাওলাদার, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শাহীন জুয়েল, পৌরসভা আওয়ামীলীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল, জেলা পরিষদ সদস্য আনোয়ারুল ইসলাম রিপন প্রমূখ।
আলোচনা সভা শেষে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদ বীরমুক্তিযোদ্ধাদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।