বুধবার, ১৪ ডিসেম্বর ২০২২
প্রথম পাতা » জেলার খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে স্কুল ছাত্র নিহত ।। লালমোহন বিডিনিউজ
লালমোহনে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে স্কুল ছাত্র নিহত ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ ।। ভোলার লালমোহনে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মো. রাফিন (১১) নামের ৫ম শ্রেণির এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে উপজেলার বদরপুর ইউনিয়নের দেবীরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনীর মেধাবী ছাত্র। রাফিন বদরপুর ২নং ওয়ার্ড দেবীর চর বাজার এলাকার মোঃ রোমান এর ছেলে।
স্থানীয়রা জানান, বুধবার সকালে রাফিন দেবীরচর দাখিল মাদ্রাসার ছাদের উপরে খেলতে গিয়ে অসতর্কতা বসত মাদ্রাসার ছাদের উপর থাকা বিদ্যুতের তাঁরের সাথে জড়িয়ে যায় এবং তার মুখ ও হাত ঝলসে ঘটনাস্থলেই সে মৃত্যু বরণ করে। খবর পেয়ে লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ ও উপজেলা নির্বাহী অফিসার অনামিকা নজরুল ঘটনাস্থল পরিদর্শন করেন।
লালমোহন থানা অফিসার ইনচার্জ মাহাবুবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহিত রাফিনের বাবা মায়ের অভিযোগ না থাকায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে লালমোহন থানায় একটি ইউডি মামলা মামলা করা হয়েছে।