শনিবার, ১০ ডিসেম্বর ২০২২
প্রথম পাতা » জেলার খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে মারকাযুল ইহসান মাদরাসার নতুন ভবনে শিক্ষা কার্যক্রম উদ্বোধন ।। লালমোহন বিডিনিউজ
লালমোহনে মারকাযুল ইহসান মাদরাসার নতুন ভবনে শিক্ষা কার্যক্রম উদ্বোধন ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ ।।
ভোলার লালমোহন উপজেলার পৌরসভার ৫নং ওয়ার্ড সবুজবাগে মারকাযুল ইহসান মাদরাসার নতুন ভবনে শিক্ষা কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৯ ডিসেম্বর) মাগরিববাদ এ উপলক্ষে বিশেষ দোয়ার আয়োজন করা হয় । মাদরাসার প্রতিষ্ঠাতা হাফেজ নজরুল ইসলামের সভাপতিত্বে দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা ও কার্যক্রম উদ্বোধন করেন মাওলানা জালাল উদ্দিন, শায়খুল হাদীস মদিনাতুল উলুম হোসেনিয়া মাদ্রাসা।
এসময় অন্যান্যরে মধ্যে আলোচনা করেন করিম রোড জামে মসজিদের ইমাম মাওলানা সানাউল্লাহ ও ইমাম মাওলানা সালাউদ্দিন, মুফতি যুবায়ের মাহমুদ, মুফতি উসমান নিজামী, মুফতি মিজানুর রহমান, মাওলানা লোকমান হোসাইন প্রমূখ।আলোচনা সভা শেষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন মারকাজুল ইহসান মাদ্রাসার পরিচালক মাওলানা আনোয়ারুল ইসলাম । এসময় শিক্ষার্থী অভিভাবক, উলামায়ে কেরামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
আলোচনায় বক্তারা বলেন, বিশ্বচ্যাম্পিয়ন নয়, যোগ্য দ্বীনের দা’য়ী বানানো আমাদের একমাত্র লক্ষ্যে উদ্দেশ্য।