মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০১৫
প্রথম পাতা » বিনোদন | শিরোনাম | সর্বশেষ » ৪৩বছর বয়সেও মার্কিন অভিনেত্রী’র নগ্ন ছবি প্রকাশ
৪৩বছর বয়সেও মার্কিন অভিনেত্রী’র নগ্ন ছবি প্রকাশ
বয়স তো আর কম হলো না! রুপে গুনে এক্কে বারে ৪৩। নিজের ক্যারিয়ার শুরু করেছেন ফ্যাশন মডেলিং দিয়ে। তার নাম ‘ক্যামেরুন ডিয়াজ’ এখন একজন সফল মার্কিন অভিনেত্রী। কিন্তু এবারের তার অভিনয় নিয়ে নয়, নগ্ন ছবির সৌজন্যে ক্যামেরুন এখন পেজ-থ্রির শিরোনামে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন আলোচনা শীর্ষে আছেন এই অভিনেত্রী।
সম্প্রতি, তার একটি সেক্স টেপ অনলাইনে ফাঁস হয়ে যাওয়ার পর পরই প্রকাশ পেয়েছে ক্যামেরুনের বেশ কিছু নগ্ন ছবি। লোডেড ম্যাগাজিনে প্রকাশিত সেই সব ছবি আলোচনার ঝড় উঠেছে ফ্যাশন দুনিয়ায়। ওই ম্যাগাজিনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ‘১৯৯৯ সালে ক্যামেরার সামনে নগ্ন হয়ে দাঁড়িয়ে ছবি তুলেছিলেন ক্যামেরুন।’ তাদের আরও দাবি, ক্যামেরুন ওই একবারই ক্যামেরার সামনে নগ্ন হয়ে পোজ দিয়েছিলেন। আর সেই ছবি শুধু তাদের সংগ্রহেই রয়েছে।
অন্যদিকে, রুপবতী ক্যামেরুন নিজেকে সুন্দরী বলতে নারাজ। ক্যামেরুনের কথায়, ‘তিন বার আমার নাক ভেঙেছে। তা ছাড়া অল্প বয়সে আমি খুব রোগাও ছিলাম।’ তাতে কী আর যায় আসে সারাবিশ্বের। তার অভিনয়ের পাশাপাশি আপাতত ছবির দুনিয়াতেও টপে আছেন গুনি এই অভিনেত্রী।