বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২
প্রথম পাতা » অপরাধ | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থী বহিস্কার।।লালমোহন বিডিনিউজ
অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থী বহিস্কার।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ:: ভোলার লালমোহনে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে মো. নাহিম নামে এক এইচএসসি পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। বৃহস্পতিবার ইংরেজি প্রথম পত্রের পরীক্ষার সময় করিমুন্নেছা-হাফিজ মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্র থেকে ওই পরীক্ষার্থীকে বহিস্কার করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইমরান মাহমুদ ডালিম।
বিষয়টি নিশ্চিত করেছেন লালমোহন করিমুন্নেছা-হাফিজ মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রের সচিব মো. আব্বাস উদ্দিন। তিনি বলেন, ওই ছাত্রের কাছে পকেট ভর্তি বইয়ের কাটা কপি পান ম্যাজিষ্ট্রেট। এরপর তাকে বহিস্কার করা হয়। বহিস্কৃত ওই ছাত্র হাজি মোহাম্মদ নূরুল ইসলাম চৌধুরী মহাবিদ্যালয় থেকে এ বছর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে।