সোমবার, ২৪ অক্টোবর ২০২২
প্রথম পাতা » অপরাধ | বোরহানউদ্দিন | ভোলা | শিরোনাম | সর্বশেষ » বোরহানউদ্দিনে ট্রাক শ্রমিকের গলাকাটা লাশ উদ্ধার।। লালমোহন বিডিনিউজ
বোরহানউদ্দিনে ট্রাক শ্রমিকের গলাকাটা লাশ উদ্ধার।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ ,বোরহান উদ্দিন প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিনে রনি (২৪) নামের এক ট্রাক শ্রমিকের গলাকাটা লাশ উদ্ধার করেছেন থানা পুলিশ। ওই ট্রাক শ্রমিক বোরহানউদ্দিন পৌরসভার ৭ নাম্বার ওয়ার্ডের মফিজল দালালের ছেলে। পুলিশ রোববার দুপুরে দেউলা ইউনিয়নের ১ নাম্বার ওয়ার্ডের তালুকদার হাট এলাকার শাহিন হাওলাদারের বালু খোলা থেকে ট্রাক শ্রমিক রনির গালাকাটা লাশ উদ্ধার করা করেন।
নিহত রনির চাচা মো. বশির ও স্বজনরা জানান, রনি ঢাকায় ট্রাকের হেলফার হিসাবে কাজ করতেন। গত ৩/৪ দিন পূর্বে ঢাকা থেকে তাঁর গ্রামের বাড়িতে বেড়াতে আসেন। শনিবার বিকালে পাশের বাড়ির নাদিম এর ছেলে মো. শামীম রনিকে ডেকে নেয়। রাতে বাড়িতে না আসায় বিভিন্ন জায়গায় তারা খোঁজাখুঁজি করেন। ওই সময় রনির ব্যবহৃত মোবাইল নাম্বারটি বন্ধ পাওয়া যায়। এর পর প্রায় ১৬ ঘন্টা পর রনির গলাকাটা লাশ উদ্ধার করেন পুলিশ।
এ ব্যাপারে বোরহানউদ্দিন থানার ওসি মো. মনির হোসেন মিয়া জানান, ঘটনার তদন্ত চলমান আছে। লাশ পোস্টমর্টেম করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে ।
অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল)মো. জহুরুল ইসলাম হাওলাদার জানান, একটি খুনের ঘটনা ঘটেছে। ঘটনার তদন্ত চলছে। তদন্ত শেষে ঘটনার রহস্য জানা যাবে।