শনিবার, ২২ অক্টোবর ২০২২
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | ভোলা | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে শিক্ষক ফারুকের হামলায় অন্তঃসত্ত্বা নারীসহ আহত-২ || লালমোহন বিডিনিউজ
লালমোহনে শিক্ষক ফারুকের হামলায় অন্তঃসত্ত্বা নারীসহ আহত-২ || লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ : ভোলার লালমোহনে জমি সংক্রান্ত বিরোধের জেরে মামলা করায় বাদি ও তার অন্তঃসত্ত্বা পুত্রবধূকে মারধরের অভিযোগ উঠেছে উত্তর চরছকিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফারুক হোসেনের বিরুদ্ধে।
শনিবার (২২ অক্টোবর) বিকেলে উপজেলার কালমা ইউনিয়নের ১নং ওয়ার্ড লেজছকিনা গ্রামের সেকান্তর মাতবর বাড়িতে এ ঘটনা ঘটে।
হামলায় আহত শ্বশুর মোঃ শাহাবুদ্দিন ও অন্তঃসত্ত্বা পুত্রবধূ ফাহিমা লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।
ফাহিমার স্বামী মোঃ সোহেল জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে একই বাড়ির বাসিন্দা ও স্থানীয় উত্তর চরছকিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফারুক হোসেনের বিরুদ্ধে মামলা করেন তার বাবা মোঃ শাহাবুদ্দিন। ওই মামলার সূত্র ধরে শনিবার বিকেলে লালমোহন থানার এসআই আল মামুন অভিযুক্ত ফারুক হোসেনের বাড়িতে যায়। এসময় ফারুক হোসেন পলাতক থাকায় তাকে না পেয়ে ফিরে আসে পুলিশ। পুলিশ যাওয়ায় ফারুক হোসেন ক্ষিপ্ত হয়ে আমার বাবা ও আমার অন্তঃসত্ত্বা স্ত্রীকে বেধরক মারধর করে। পরে তাদের লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি এবং ঘটনাটি থানায় জানাই।
এ বিষয়ে জানতে চাইলে উত্তর চরছকিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফারুক হোসেন বলেন, আমি বাড়িতে ছিলাম না। শাহাবুদ্দিনরা আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে ঘটনাটি সাজানো হয়েছে।
লালমোহন থানার এসআই আল মামুন বলেন, বিকেলে ফারুকের বাড়ি গিয়ে তাকে না পেয়ে ফিরে আসি। তবে পরে ফোনে বাদি পক্ষকে মারধরের অভিযোগ পাই এবং স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখে আসি।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, বাদি পক্ষের উপর হামলার ঘটনাটি শুনেছি। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে জমি জবরদখল, জোরজুলুম, মারধরসহ শিক্ষক ফারুক হোসেনের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ করেছে ওই এলাকার মানুষ। তাই অতিদ্রুত ফারুক হোসেনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।