শনিবার, ২২ অক্টোবর ২০২২
প্রথম পাতা » জেলার খবর | ভোলা | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » নিরাপদ সড়ক দিবসে লালমোহনে র্যালী-আলোচনা সভা।।লালমোহন বিডিনিউজ
নিরাপদ সড়ক দিবসে লালমোহনে র্যালী-আলোচনা সভা।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ : :‘আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি’ এ শ্লোগানে ভোলার লালমোহনে নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার (২২ অক্টোবর) সকালে নিরাপদ সড়ক চাই (নিসচা) লালমোহন শাখার আয়োজনে পৌর শহরের থানার মোড় থেকে একটি র্যালির বের হয়ে চৌরাস্তার মোড়ে গিয়ে শেষ হয়।
পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ।
এসময় ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, ওসি মাহবুবুর রহমান, পৌরসভা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মনজু তালুকদার, নিরাপদ সড়ক চাই লালমোহন শাখার উপদেষ্টা কাউন্সিলর জাহিদুল ইসলাম নবীন, মো. জসিম জনি ও সদস্য সচিব মো. সুজনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।