মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনের জাফর হত্যাকারীর বিচারের দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন || লালমোহন বিডিনিউজ
লালমোহনের জাফর হত্যাকারীর বিচারের দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন || লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ,ভোলা দক্ষিণ প্রতিনিধি : ভোলার লালমোহনে জমি সংক্রান্ত বিরোধের জেরে মোঃ জাফর মাতাব্বর নামে এক মুদি ব্যবসায়ী হত্যার দায়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে ব্যবসায়ীরা।
মঙ্গলবার বিকেলে উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের সাদাপুল বাজারে এ মানববন্ধন করেন তারা।
নিহত জাফর মাতাব্বর পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সিরাজ মাতাব্বরের ছেলে ও সাদাপুল বাজারের মুদি ব্যবসায়ী।
মানববন্ধনে বক্তারা বলেন, গত ১০ অক্টোবর (সোমবার) সকালে একই বাড়ির ফারুক ও তার ছেলেরা জমি সংক্রান্ত বিরোধের জেরে জাফর মাতাব্বরের উপর অতর্কিত হামলা করে। পরে তাকে চিকিৎসার জন্য ঢাকা হাসপাতালে নিলে গত ১৭ অক্টোবর (সোমবার) সকালে মৃত্যু হয় জাফরের। এ ঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা।
এসময় উপস্থিত ছিলেন, ফরাজগঞ্জ ইউনিয়নের ৯নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ কাওছার হোসেন, বয়বসায়ী শামসুদ্দিন, বাবু হাওলাদারসহ আরও অনেকে।