রবিবার, ২১ আগস্ট ২০২২
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে ঝড়ে মাছ ধরার ট্রলার ডুবিতে নিখোঁজ ৭৫ জেলে জীবিত উদ্ধার, এখনো নিখোঁজ ১ || লালমোহন বিডিনিউজ
লালমোহনে ঝড়ে মাছ ধরার ট্রলার ডুবিতে নিখোঁজ ৭৫ জেলে জীবিত উদ্ধার, এখনো নিখোঁজ ১ || লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি : ভোলার লালমোহনে ঝড়ে কবলে পড়ে মাছ ধরার ট্রলারে ডুবিতে নিখোঁজ ৭৫ জেলে জীবিত উদ্ধার হয়েছে বলে খবর পাওয়া গেছে। এদিকে এফভি লামিয়ার মালিক হারুন অর রশিদ ফারুকে ট্রলারে জেলে এক জন এখনো নিখোঁজ রয়েছে।নিখোঁজ জেলে উপজেলার চরভূতা ইউনিয়নে চতলা গ্রামের আবদুল শরীফের ছেলে আবুল কালাম।
রবিবার দুপুর ২ টা পর্যন্ত জীবিত ৭৫ জেলে উদ্ধারের এ তথ্য জানিয়েছে লালমোহন মৎস্য অফিস ।
লালমোহন উপজেলার মেরিন ফিশারিজ কর্মকর্তা তানভির আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ট্রলার ডুবির ঘটনায় এখন পর্যন্ত নিখোঁজ ৭৫ জেলে জীবিত উদ্ধার হয়ে।কিন্তু ফারুক মিয়া ট্রলারের ১ জেলে এখনো নিখোঁজ আছে।উদ্ধার হওয়া সকল জেলেদের বাড়ি উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ন ও ধলীগৌরনগর ইউনিয়নের বাসিন্দা।
এরআগে শুক্রবার গভীর রাতে বঙ্গোপসাগরের কক্সবাজার ফিশিং গ্রাউন্ড এলাকায় ৪টি ট্রলার ঝড়ের কবলে পড়ে। নিখোঁজ ট্রলারগুলো হচ্ছে; লালমোহন বাতির খাল এলাকার হারুন অর রশিদ ফারুকে এফভি লামিয়া, লর্ডহার্ডিঞ্জ বুড়িরধোন এলাকার নূরুউদ্দিন মাঝির ট্রলার ও গাইট্টা এলাকার নাজিম উদ্দিন মাঝির ট্রলারসহ আরও একটি ট্রলার ডুবে বলে খবর পাওয়া যায়। এ সকল ট্রলারের ১৩ জেলে অন্য ট্রলারের সহায়তায় সুন্দর বন সংলগ্ন এলাকায় উদ্ধার হয়েছেন।