শনিবার, ৬ আগস্ট ২০২২
প্রথম পাতা » জাতীয় | বরিশাল | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » বাস ভাড়া নির্ধারণে পরিবহন নেতাদের সঙ্গে বিআরটিএ’র বৈঠক || লালমোহন বিডিনিউজ
বাস ভাড়া নির্ধারণে পরিবহন নেতাদের সঙ্গে বিআরটিএ’র বৈঠক || লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : জ্বালানী তেলের দাম বৃদ্ধির কারণে বাসভাড়া বৃদ্ধি বা সমন্বয় করতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসেছেন বাস মালিক সমিতির নেতারা।
শনিবার (০৬ আগস্ট) বিকেল সোয়া ৫ টার টার দিকে বনানীতে অবস্থিত বিআরটিএ’র প্রধান কার্যালয়ের এ বৈঠক শুরু হয়। বৈঠকে সভাপতিত্ব করছেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএর চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার।
এতে অংশ নিয়েছেন সড়ক ও পরিবহন মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নূরী, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহসহ বাস মালিক-শ্রমিক ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা।
এর আগে, শুক্রবার দিবাগত রাতে সরকার বিশ্ববাজারের সাথে সমন্বয় রেখে দেশের বাজারে জ্বালানি তেলের দাম বাড়ায়। সরকার নির্ধারিত নতুন দাম অনুযায়ী-ডিজেল ও কেরোসিন ১১৪ টাকা, অকটেন ১৩৫ টাকা এবং পেট্রল ১৩০ টাকা করা হয়। শুক্রবার রাত ১০ টায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈশ্বিক বাজারে জ্বালানির দাম বাংলাদেশের তুলনায় অনেক বেশি হওয়ায় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি), ইস্টার্ণ রিফাইনারি লিমিটেড (ইআরএল)-এ পরিশোধিত এবং আমদানি/ক্রয়কৃত ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রলের মূল্য সমন্বয় করে ভোক্তা পর্যায়ে এই দাম পুনঃনির্ধারণ করা হলো।
এর আগে গত বছরের নভেম্বরে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছিল। সে সময় ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ১৫ টাকা বাড়ানো হয়। তাতে দাম হয়েছিল ৮০ টাকা লিটার। তার আগে এই দুই জ্বালানি তেলের দাম ছিল লিটারে ৬৫ টাকা।