বৃহস্পতিবার, ৪ আগস্ট ২০২২
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণার লক্ষ্যে মতবিনিময় সভা
লালমোহনকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণার লক্ষ্যে মতবিনিময় সভা
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি ॥ ভোলার লালমোহন উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণার লক্ষ্যে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও স্থানীয় জনপ্রতিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলার প্রকৃত ভূমিহীন ও গৃহহীনদেরকে খুঁজে আশ্রয়ণের ঘরের আওতায় আনার লক্ষ্যে উপস্থিত সকলের সহযোগিতা কামনা করা হয়। সভায় জানানো হয়, ইতোমধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে উপজেলার মোট ৫৯০টি পরিবারকে আশ্রয়ণের ঘরের আওতায় আনা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পল্লব কুমার হাজরার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, উপজেলা প্রকৌশলী মুহাম্মদ বিল্লাল হোসাইন, প্রকল্প কর্মকর্তা সোহাগ ঘোষসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ।