শনিবার, ৩০ জুলাই ২০২২
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য আটক || লালমোহন বিডিনিউজ
লালমোহনে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য আটক || লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি ॥ ভোলার লালমোহনে মোঃ তাজউদ্দিন তাজু (৪২) নামে আন্তঃজেলা ডাকাত দলের এক সক্রিয় সদস্যকে আটক করেছে পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে লালমোহন থানার ইন্সপেক্টর তদন্ত মোঃ এনায়েত হোসেন অভিযান চালিয়ে উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের রায়চাঁদ বাজার এলাকা থেকে তাকে আটক করেন।
তাজউদ্দিন উপজেলার লালমোহন ইউনিয়নের দেওয়ান কান্দি গ্রামের মৃত সৈয়দ আহমদের ছেলে।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুর রহমান মুরাদ বলেন, তাজউদ্দিন তাজু লালমোহন ও চরফ্যাশন থানায় চুরি-ডাকাতিসহ ৮ টি মামলার আসামী। সে আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। শনিবার তাকে ভোলা কোর্টে প্রেরণ করা হয়েছে।