শুক্রবার, ২৯ জুলাই ২০২২
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » ভোলায় শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার লালমোহন থানার এএসআই জাকারিয়া || লালমোহন বিডিনিউজ
ভোলায় শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার লালমোহন থানার এএসআই জাকারিয়া || লালমোহন বিডিনিউজ
সালাম সেন্টু : ভোলা জেলায় শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত হয়েছেন লালমোহন থানার এএসআই মোঃ জাকারিয়া নয়ন।
বৃহস্পতিবার জেলা পুলিশ অফিস সম্মেলন কক্ষে মাসিক অপরাধ ও আইন শৃংঙ্খলা পর্যালোচনা সভায় তাকে জুন-২২ মাসের শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে নির্বাচিত করা হয়।
পরে তার হাতে শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসারের সনদ ও উপহার তুলে দেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আছাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ফরহাদ সরদার, অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) মোঃ জহুরুল ইসলামসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ ।