বুধবার, ২৭ জুলাই ২০২২
প্রথম পাতা » জেলার খবর | তথ্যপ্রযুক্তি | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে জোয়ার-ভাটা নির্ভর সেচযন্ত্রের উদ্ভাবক কৃষক অলিউল্লাহকে সংবর্ধনা || লালমোহন বিডিনিউজ
লালমোহনে জোয়ার-ভাটা নির্ভর সেচযন্ত্রের উদ্ভাবক কৃষক অলিউল্লাহকে সংবর্ধনা || লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি : জোয়ার-ভাটা নির্ভর ও জ্বালানীবিহীন সেচযন্ত্র উদ্ভাবনে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে জাতীয় পর্যায়ে তৃতীয় পুরস্কার অর্জন করায় ভোলার লালমোহনের কৃষক মোঃ অলিউল্লাহকে সংবর্ধনা দিয়েছে ভোলা ডেভেলপমেন্ট ফোরাম (বিডিএফ)।
মঙ্গলবার দুপুরে বিডিএফ’র আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা পরিষদ হলরুমে তাকে এ সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার পল্লব কুমার হাজরা।
ভোলা ডেভেলপমেন্ট ফোরাম এর আহবায়ক রাজীব হায়দারের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক মোশাররফ হোসেন অমির সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা ডেভেলপমেন্ট ফোরাম এর প্রধান সমন্বয়ক এম জহিরুল ইসলাম, করিমুন্নেছা হাফিজ মহিলা কলেজের অধ্যক্ষ আব্বাস উদ্দিনসহ আরও অনেকে।
উল্লেখ্য, প্রায় দুই বছর আগে উপজেলার লালমোহন ইউনিয়নের পেশকার হাওলা গ্রামের কৃষক মোঃ অলিউল্লাহ জোয়ার-ভাটাকে কাজে লাগিয়ে জ্বালানিবিহীন সেচযন্ত্র তৈরি করেন। সেটা নিজের বাড়ির পাশের্^^র খালে স্থাপন করে এলাকায় সাড়া ফেলেন। পরে লালমোহন উপজেলা নির্বাহী অফিসার পল্লব কুমার হাজরার সহয়োগিতায় তার এ উদ্ভাবনটিকে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এ নজরে আনা হলে গত ১৫ জুলাই ‘কৃষি যন্ত্রপাতি প্রতিভা অন্বেষণ ও বিকাশ প্রতিযোগিতায় তাকে সুযোগ দেয়া হয়। প্রতিযোগীতায় জাতীয় পর্যায়ে তৃতীয় স্থান অর্জন করেন কৃষক মোঃ অলিউল্লাহ।