রবিবার, ২৪ জুলাই ২০২২
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় মৎস্য সপ্তাহ’ উদযাপন || লালমোহন বিডিনিউজ
লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় মৎস্য সপ্তাহ’ উদযাপন || লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি ॥ ‘নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ প্রতিপাদ্যে ভোলার লালমোহনে র্যালী, আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্তকরণের মধ্য দিয়ে ‘জাতীয় মৎস্য সপ্তাহ’র দ্বিতীয় দিন উদযাপিত হয়েছে।
রবিবার সকালে উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে সমবেত হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালী বক্তব্য রাখেন, ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন।
পরে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন অতিথিরা।
মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাকসুদুর রহমান মুরাদ, মৎস্য কর্মকর্তা মোঃ রুহুল কুদ্দুস, যুব উন্নয়ন কর্মকর্তা খলিলুর রহমান ইমনসহ উপজেলার বিভিন্ন এলাকার মৎস্যজীবিরা।