বুধবার, ১৩ জুলাই ২০২২
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » যমুনা গ্রুপের প্রয়াত চেয়ারম্যানের রুহের মাগফেরাত কামনায় লালমোহন প্রেসক্লাবে দোয়া
যমুনা গ্রুপের প্রয়াত চেয়ারম্যানের রুহের মাগফেরাত কামনায় লালমোহন প্রেসক্লাবে দোয়া
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি ॥ যমুনা গ্রুপের প্রয়াত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল ইসলাম বাবুলের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভোলার লালমোহন প্রেসক্লাবে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বাদ মাগরিব লালমোহন প্রেসক্লাব ও যুগান্তর স্বজন সমাবেশের আয়োজনে স্মরণসভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মরহুমের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন। পরে মরহুম নুরুল ইসলাম বাবুলের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়।
লালমোহন প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ মোঃ রুহুল আমিনের সভাপতিত্বে ও যুগান্তরের লালমোহন প্রতিনিধি জসিম জনির সঞ্চালনায় স্মরণসভা ও দোয়া মোনাজাতে অংশগ্রহণ করেন, লালমোহন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, তজুমদ্দিন উপজেলা আওয়ামীলীগের সাধরাণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, লালমোহন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমনসহ বিভিন্ন প্রিণ্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ।