শনিবার, ৯ জুলাই ২০২২
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে পিস্তল ও গুলিসহ একজনকে আটক || লালমোহন বিডিনিউজ
লালমোহনে পিস্তল ও গুলিসহ একজনকে আটক || লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি ॥ ভোলার লালমোহন থেকে দেশীয় পিস্তল ও ৩ রাউন্ড গুলিসহ দেলোয়ার হোসেন নসু (৪৮) নামে একজন কে আটক করেছে পুলিশ।
শনিবার ভোর ৫টার দিকে উপজেলার ধলীগৌরনগর ২নং ওয়ার্ড উত্তর ভেদুরিয়া গ্রামের ইউনুস মোল্লার পরিত্যক্ত ঘর থেকে তাকে আটক করা হয়।
আটককৃত দেলোয়ার হোসেন নসু ওই গ্রামের মৃত আঃ মালেকের ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় চাঁদাবাজিসহ আরও ৮টি মামলা রয়েছে।
লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদুর রহমান মুরাদ বলেন, আটক দেলোয়ার হোসেন নসুর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে এবং সকালে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।