বৃহস্পতিবার, ৭ জুলাই ২০২২
প্রথম পাতা » জেলার খবর | ধর্ম-কর্ম | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে মাইটিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের রুহের মাগফেরাত কামনায় দোয়া || লালমোহন বিডিনিউজ
লালমোহনে মাইটিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের রুহের মাগফেরাত কামনায় দোয়া || লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি ॥ বেসরকারি টেলিভিশন মাইটিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও মাইটিভির ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন সাথীর মাতা মরহুমা ওমেদা বেগম এর ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর রুহের শান্তি কামনায় ভোলার লালমোহনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার মাগরিব বাদ মাইটিভির লালমোহন-তজুমদ্দিন প্রতিনিধি আরিফ তুষারের আয়োজনে প্রেসক্লাব কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মরহুমার স্মৃতিচারণ করেন, ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন।
দোয়া মাহফিলে লালমোহন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, যুগ্ম সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন, প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ মোঃ রুহুল আমিন, সাধারণ সম্পাদক জসিম জনি, দপ্তর সম্পাদক সালাম সেন্টুসহ বিভিন্ন প্রিণ্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ অংশগ্রহণ করেন।
পরে মরহুমার রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।