রবিবার, ৩ জুলাই ২০২২
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মরদেহ উদ্ধার
লালমোহনে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মরদেহ উদ্ধার
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি ॥ ভোলার লালমোহনে মানসিক ভারসাম্যহীন এক বৃদ্ধার (৬০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার বিকেলে পৌরসভার ১নং ওয়ার্ড হাজী জুলফিকার মিয়া সুপার মার্কেটের সামনে থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় হারুন নামের এক ব্যক্তি জানান, গত ৪-৫ দিন ধরে হাসপাতাল রোড এলাকায় ঘুরছিল এই নারী। তার হাত এবং মাথার বিভিন্নস্থানে ক্ষতের কারণে পচনের সৃষ্ঠি হয়েছিল এবং ক্ষতস্থানে পোকা বাসা বাঁধে । মহিলার এ অবস্থা দেখে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে অতিরিক্ত পচন থাকায় এখানে তার চিকিৎসা সম্ভব নয় বলে জানান চিকিৎসক।
পৌরসভার ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর মো. জাহিদুল ইসলাম নবীন বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীদের পাঠানো হয়েছে। থানা থেকে মরদেহ হস্তান্তর করলে পৌরসভার দায়িত্বে দাফনের ব্যবস্থা করা হবে।
লালমোহন থানার ওসি (তদন্ত) এনায়েত হোসেন বলেন, মারা যাওয়া মানসিক ভারসাম্যহীন নারীর পরিচয় পাওয়া যায়নি। মরদেহ উদ্ধারপূর্বক ময়না তদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।