বৃহস্পতিবার, ৩০ জুন ২০২২
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে পানিতে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু || লালমোহন বিডিনিউজ
লালমোহনে পানিতে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু || লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি : ভোলার লালমোহনে গোসল করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে মো. মোনায়েম (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের পূর্ব চরউমেদ গ্রামের আজহার রোড এলাকায় এ ঘটনা ঘটে। মোনায়েম ওই এলাকার সিরাজ মিস্ত্রি বাড়ির প্রবাসী আবু জাহেরের ছেলে। সে স্থানীয় চরমোল্লাজী মানহারুল কোরআন মাদ্রাসার নূরানী শাখার ছাত্র।
মোনায়েমের মা মিনারা বেগম জানান, মাদ্রাসা ছুটি শেষে বাড়ি আসে মোনায়েম। এরপর কিছু না বলেই বাড়ির পাশের পুকুরে গোসল করতে নামে সে। পরে এক ছেলে এসে আমাদের খবর দেয় মোনায়েম পানিতে ডুবে গেছে। খবর শুনে ছুটে গিয়ে মোনায়েমকে পানিতে ভাসতে দেখি। পরে তাকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার মোনায়েমকে মৃত ঘোষণা করেন।
এব্যাপারে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।