বৃহস্পতিবার, ৩০ জুন ২০২২
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে তিন বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার || লালমোহন বিডিনিউজ
লালমোহনে তিন বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার || লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, লালমোহন প্রতিনিধি : রাজধানী ঢাকা থেকে আবু তাহের (রিপন) নামে ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামী কে গ্রেফতার করেছে ভোলার লালমোহন থানা পুলিশ।
বুধবার রাতে লালমোহন থানার এএসআই জাকারিয়া নয়নসহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে রাজধানীর আদাবর সুনিবিড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রিপন লালমোহন উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ ফুলবাগিচা গ্রামের দেওয়ান বাড়ির মোঃ মোতালেব (মতলব) এর ছেলে।
লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদুর রহমান মুরাদ বলেন, রিপন জয়দেবপুর থানার বিশেষ ক্ষমতা আইনের মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামী। মামলা নং জিআর মামলা ৬৬৯/০৬। সে দীর্ঘদিন যাবত পলাতক ছিল। গতকাল (বুধবার) গোপন সংবাদের ভিত্তিতে তাকে ঢাকার আদাবর থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়। আজ বৃহস্পতিবার সকালে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।