শনিবার, ১৮ জুন ২০২২
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে জমি সংক্রান্ত বিরোধে বৃদ্ধকে হাতুড়ি পেটা, আটক -২ || লালমোহন বিডিনিউজ
লালমোহনে জমি সংক্রান্ত বিরোধে বৃদ্ধকে হাতুড়ি পেটা, আটক -২ || লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি ॥ ভোলার লালমোহনে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আঃ গনি (৬২) নামে এক বৃদ্ধকে হাতুড়ি পেটার অভিযোগ উঠেছে। এসময় বৃদ্ধের স্ত্রীকেও মারধর করে আহত করে হামলাকারীরা। এ ঘটনায় আঃ গনি বাদি হয়ে লালমোহন থানায় মামলা দায়ের করেছেন, মামলার দুই আসামীকে আটক করেছে পুলিশ। মামলা নং-২০, তারিখ-১৮ জুন।
শুক্রবার বিকেল সাড়ে ৪ টার দিকে পৌরসভার ৮নং ওয়ার্ডের আঃ গনি মিয়া বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।
মামলার বিবরণ সূত্রে জানা যায়, পৌরসভার ৮নং ওয়ার্ড মুন্সির হাওলা মৌজায় সাব-কবলা রেজিষ্ট্রি মূলে ফজলে রহমান হাওলাদারসহ বিভিন্ন দাতাগণের কাছ থেকে ১ একর ২২ শতাংশ জমি ক্রয়পূর্বক সেখানে ঘর তুলে পরিবারসহ বসবাস করছেন আঃ গনি। দীর্ঘ কয়েক বছর পর সেই জমি থেকে তাকে উৎখাতের চেষ্টা চালাচ্ছে ফজলে রহমান হাওলাদারের ওয়ারিশগণ। এনিয়ে স্থানীয় পর্যায়ে একাধিকবার শালিস-বিচার হলেও নিজেদের প্রভাব খাটিয়ে বারবারই শালিস অমান্য করছে তারা। তারই সূত্র ধরে শুক্রবার বিকেলে একই এলাকার মৃত ফজলে রহমান হাওলাদারের ছেলে জামাল ও আকবর, খোরশেদ মহাজনের ছেলে রাশেদ, রাশেদের স্ত্রী ইরিনাসহ আরও কয়েকজন মিলে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আঃ গনির বাড়িতে হামলা চালায় । এসময় হামলাকারীদের বাধা দিতে গেলে আঃ গনিকে হাতুড়ি পেটা করে তারা। বৃদ্ধ স্বামীকে বাঁচাতে গিয়ে হামলাকারীদের হাতে থাকা লোহার রডের আঘাতের শিকার হন নুরনাহার বেগম।
মামলায় আরও বলা হয়, হামলাকারীরা আঃ গনির বসতঘরের আসবাবপত্র ভেঙে ফেলে এবং তার স্ত্রীর গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যায়। পরে স্থানীয়রা এসে বৃদ্ধ ও বৃদ্ধাকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদুর রহমান মুরাদ বলেন, এ সংক্রান্ত একটি মামলা দায়ের হয়েছে। মামলার এক নাম্বার আসামী জামাল ও দুই নাম্বার আসামী ইরিনাকে আটকপূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।