বুধবার, ১৫ জুন ২০২২
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে কালমায় প্রতিপক্ষের বসতঘর ভাঙচুরের অভিযোগ পরাজিত প্রার্থীর বিরুদ্ধে || লালমোহন বিডিনিউজ
লালমোহনে কালমায় প্রতিপক্ষের বসতঘর ভাঙচুরের অভিযোগ পরাজিত প্রার্থীর বিরুদ্ধে || লালমোহন বিডিনিউজ
, ভোলা প্রতিনিধি : ভোলার লালমোহনের কালমা ইউনিয়ন পরিষদ নির্বাচনে পরাজিত হয়ে প্রতিপক্ষের সমর্থকের বসতঘর ভাঙচুরের অভিযোগ উঠেছে ওই ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মোরগ প্রতীকের ইউপি সদস্য প্রার্থী মোঃ কামালের বিরুদ্ধে।
বুধবার (১৫ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চরছকিনা গ্রামের মাওলানা হেলাল উদ্দিন মাস্টারের ঘর ভাঙচুর করা হয়।
জানা যায়, আজ বুধবার কালমা ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ৪নং ওয়ার্ডের মোরগ প্রতীকের প্রার্থী মোঃ কামাল পরাজিত হন। তারই জের ধরে প্রতিপক্ষ প্রার্থী মাসুদের সর্মথনকারী মাওলানা হেলাল উদ্দিন মাষ্টারের বসতঘরে হামলা চালায় পরাজিত প্রার্থী কামাল ও তার ভাতিজা রাসেল, রাশেদ, নিরব, লোকমান ও আলমগীরসহ ১৫/২০জন। এসময় হেলাল উদ্দিন মাস্টারের ঘরের জানালার থাই গ্লাস ভাঙচুর করে হামলাকারীরা।
এ ব্যাপারে জানতে মোরগ প্রতীকের ইউপি সদস্য প্রার্থী মোঃ কামালের মুঠােফােনে একাধিকবার কল দিলেও তা রিসিভ করেননি তিনি।
এদিকে হামলা ভাঙচুরের সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে বলে জানায় বিশ্বস্ত সূত্র। তবে এমন কোনও ঘটনা শুনেননি বলে জানান লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদুর রহমান মুরাদ।