শনিবার, ১১ জুন ২০২২
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | ভোলা | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » ভোলা জেলা আওয়ামীলীগের সভাপতি মজনু, সম্পাদক বিপ্লব || লালমোহন বিডিনিউজ
ভোলা জেলা আওয়ামীলীগের সভাপতি মজনু, সম্পাদক বিপ্লব || লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : দ্বীপভোলা জেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে আগামী তিন বছরের জন্য ফজলুল কাদের মজনু মোল্লাকে সভাপতি, আব্দুল মমিন টুলুকে জ্যেষ্ঠ সহ-সভাপতি ও মইনুল হোসেন বিপ্লবকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
শনিবার ভোলা জেলা স্কুল মাঠে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে উপস্থিত ডেলিকেট ও কাউন্সিলের মতামতের ভিত্তিতে এ কমিটি ঘোষণা কর হয়। এ কমিটিকে আগামী এক মাসের মধ্যে পুর্ণাঙ্গ কমিটি করে কেন্দ্রে জমা দেয়ার নির্দেশ দেয়া হয়।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ভোলা-১ আসনের সংসদ সদস্য, সাবেক শিল্প ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সম্মানিত অতিথি ছিলেন মন্ত্রী পদমর্যাদার পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আবুল হাসনাত আবদুল্লাহ এমপি।
সম্মেলনে কাউন্সিলর ও ডেলিগেট হিসেবে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ আড়াই হাজার মানুষের সমাগম ঘটে। দ্বিতীয় অধিবেশনে ভোলা জেলা আওয়ামী লীগের বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করে আগামী তিন বছরের জন্য নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়।
উল্লেখ্য, নবনির্বাচিত এ কমিটির সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লা পূর্বের কমিটির সভাপতি ছিলেন। জ্যেষ্ঠ সহসভাপতি আব্দুল মমিন টুলু পূর্বের কমিটির সাধারণ সম্পাদক ও নবনির্বাচিত সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব পূর্বের কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন।