বৃহস্পতিবার, ৯ জুন ২০২২
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | রাজনীতি | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে অসামাজিক কার্যকলাপের দায়ে ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি বহিষ্কার || লালমোহন বিডিনিউজ
লালমোহনে অসামাজিক কার্যকলাপের দায়ে ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি বহিষ্কার || লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি : সংগঠন বিরোধী কার্যকলাপের দায়ে ভোলার লালমোহন উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের ২নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মোঃ সাকিব কে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুন) ফরাজগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ উজ্জ্বল হাওলাদার ও সাধারণ সম্পাদক আশিকুর রহমান সোহাগ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
ফরাজগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান সোহাগ জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সংগঠন বিরোধী অপপ্রচার ও এলাকায় অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে সাংগঠনিক নিয়মানুযায়ী মোঃ সাকিব কে বহিষ্কার করা হয়েছে।
তিনি বলেন, বাংলাদেশ ছাত্রলীগ একটি ঐতিহ্যবাহি ও সুশৃঙ্খল সংগঠন। এ সংগঠন কখনও কোনও অন্যায় ও অসামাজিক কার্যকলাপ কে সমর্থন করেনি, করবেও না।