মঙ্গলবার, ৭ জুন ২০২২
প্রথম পাতা » অপরাধ | চট্টগ্রাম | জেলার খবর | বিভাগের খবর | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » চট্টগ্রাম মেডিকেল কলেজে হামলার শিকার জোনায়েদ সাকি || লালমোহন বিডিনিউজ
চট্টগ্রাম মেডিকেল কলেজে হামলার শিকার জোনায়েদ সাকি || লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে সীতাকুন্ডে বিএম ডিপোর ঘটনায় আহতদের দেখতে এসে হামলার শিকার হয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। মঙ্গলবার (৭ জুন) বিকেলে চমেক হাসপাতালের প্রধান ফটকে হামলার শিকার হন তারা। পরে নগরের একটি বেসরকারি একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা তারা। এসময় তাঁর সঙ্গে আরও বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন।
এ ব্যাপারে মহানগর ছাত্র অধিকারের দফতর সম্পাদক তানজিম হাসান বলেন, সকালে তিনি সীতাকুন্ডে যান। সেখান থেকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে রোগীদের দেখতে আসেন। দেখা শেষে গাড়িতে উঠার সময় তিনি হামলার শিকার হন। তারা ইট দিয়ে হামলা করেছে। নেতাকর্মীদের গাড়ি থেকে নামিয়ে হামলা করেছে।